গৌরনদী
আগৈলঝাড়ায় ছাত্রীর নামে ভূয়া আইডি, ডিজিটাল নিরাপত্তা মামলা, গ্রেপ্তার-১
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া উপজেলার মেডিকেল কলেজ ও হাসপাতালের নার্সিং ইনিষ্টিটিউটে দ্বিতীয় বর্ষে এক ছাত্রীর (২০) নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক আইডি খুলে অশ্লীল ও কুরুচিপূর্ন পোষ্ট দেয়ার ঘটনায় গত বৃহস্পতিবার আগৈলঝাড়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের হয়েছে। ছাত্রীর মা বাদি হয়ে মামলাটি দায়ের করেন। পুলিশ মামলার এজাহারভূক্ত আসামি নিখিল মন্ডলকে (২৫) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।
পুলিশ জানান, বরিশালের আগৈলঝাড়া উপজেলার পশ্চিম রাজিহার গ্রামের নলিনী মন্ডলের বখাটে ছেলে নিখিল মন্ডল (২৫) একই গ্রামের মেয়ে ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং ইনিষ্টিটিউটে দ্বিতীয় বর্ষে এক ছাত্রীর (২০) নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি ভূয়া আইডি খুলে বেশ কিছুদিন যাবত চালাচ্ছে। ওই আইডি থেকে অশ্লীল ও কুরুচিপূর্ন মন্তব্য ও ছবি পোষ্ট করে হয়। শুধু তাই নয় বখাটে নিখিল ছাত্রীর ও তার পরিবার সম্পর্কে অব্যাহতভাবে অশ্লীল ভাষায় আজেবাজে কথা লিখে পোষ্ট দেন।
মামলার বাদি এজাহারে উল্লেখ করেন, বখাটে নিখিল আমার মেয়ের নামে আইডি খুলে অশ্লীল ও কুরুচিপূর্ন বিভিন্ন রকম পোষ্ট দেয়ায় মেয়ে ও আমার পরিবারের মান সম্মান ক্ষুন্ন ও সমাজে হেয় প্রতিপন্ন হতে হয়। বিষয়টি জানার পরে আমি বখাটে নিখিলের অভিভাবকদের কাছে বিচার দিলে তারা কোন ব্যবস্থা নেননি। এতে বখাটে ক্ষিপ্ত হয়ে আমার মেয়েকে বিভিন্ন ধরনের হুমকি দেয়। পরে বিষয়টি আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র দাসকে অবহিত করা হয়। তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।
আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, এ ঘটনায় গত বৃহস্পতিবার ছাত্রীর মা বাদি হয়ে বখাটে নিখিল মন্ডলকে আসামি করে আগৈলঝাড়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৪(১)(ক)/২৫(১)(ক)/৩৫ ধারায় একটি মামলা দায়ের করেছে । পুলিশ ওই দিন রাতে মামলার এজাহারভূক্ত আসামি বখাটে নিখিল মন্ডলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।