গৌরনদী
আগৈলঝাড়ার ইউএনওর মুঠোফোন ক্লোন করে অবৈধ অর্থ দাবি, থানায় জিডি
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মুঠোফোন ক্লোন করে আগৈলঝাড়া উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ বিভিন্ন লোকের কাছে অবৈধ অর্থ দাবি করেছে সংঘবদ্ধ একটি প্রতারকচক্র। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করেছেন নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস। এ ছাড়া লিখিতভাবে বিষয়টি জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে।
আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র দাস জিডিতে উল্লেখ করেন, তার দপ্তরের সরকারি মুঠোফেন (০১৭০৫-৪০৬৫৪৯) নম্বরটি গত মঙ্গলবার রাতে ক্লোন করে একটি সংঘবদ্ধ প্রতারকচক্র। প্রতারকরা ওই নম্বর থেকে আমার পরিচয় দিয়ে উপজেলার রতœপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মোতালেব হোসেন, মোল্লাপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিবেকানন্দ হালদার, রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের উজ্জল কুমার মÐল, রামানন্দেরআঁক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন ব্যাক্তির কাছে ফোন করে বিভিন্ন অযুহাতে অবৈধভাবে অর্থ দাবী করেন এবং মিথ্যা ও বিভ্রান্তিমুলক তথ্য ছড়িয়ে দেন। এতে প্রশাসন ও আমার ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। বিষয়টি ওই প্রতিষ্ঠান প্রধানসহ ভূক্তভোগীরা তার ব্যক্তিগত ফোনে জানালে খোজ নিয়ে প্রতারকচক্র কর্তৃক মুঠোফোন ক্লোন করার বিষয়টি নিশ্চিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ‘আগৈলঝাড়া উপজেলা” আইডিতে প্রতারকচক্রের খপ্পরে না পরার আহবান জানিয়ে সতর্কতামূলক পোষ্ট দেন।
আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনওর) বিপুল চন্দ্র দাস বলেন, আমি সাধারন ডায়রী ছাড়াও বিষয়টি বরিশাল জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে লিখিতভাবে অবহিত করেছি। আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন এ প্রসঙ্গে বলেন, জিডির বিষয়টি তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।