গৌরনদী
উজিরপুরে দ্বিতীয় শ্রেনির ছাত্রীকে ধর্ষনের চেষ্টায় মামলা দায়ের, গ্রেপ্তার-১
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরঘাট গ্রামের দিনমজুরের কন্যা ও বাহেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনির ছাত্রীকে (১০) বৃহস্পতিবার দুপুরে ধর্ষনের চেষ্টা চালায় লন্ড্রির মালিক আলম মোল্লা। আলম জল্লা ইউনিয়ন আনসার ভিডিপি কমান্ডার। এ ঘটনায় উজিরপুর মডেল থানা পুলিশ একই গ্রামের মৃত তেলাম হোসেন মোল্লার পুত্র আলম মোল্লাকে (৫৫) গ্রেপ্তার করেছে।
পুলিশ জানান, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বাড়ি থেকে স্কুলে যায়। দুপুর ১২টা স্কুল ছাত্রী ক্লাস রুমের বাহিরে আসলে স্কুল সংলগ্ন স্থানের লন্ড্রির মালিক ও জল্লা ইউনিয়ন আনসার ভিডিপি কমান্ডার আলম মোল্লা তাকে কথা শোনার জন্য ডেকে দোকানের ভেতরে নেন। বিভিন্ন কথা বলার এক পর্যায়ে দোতায় নিয়ে শিশুকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। স্থানীয় হুমায়ুন কবির, নাসিমুল আলম জানান, তারা শিশু কন্যার ডাক চিৎকার শুনে এগিয়ে এসে ছাত্রীকে উদ্ধার করে উজিরপুর মডেল থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌছে শিশুকে উদ্ধার করে ও আলম মোল্লাকে আটক করে থানায় নিয়ে যান। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল বলেন, এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদি হয়ে আলম মোল্লাকে আসামি ধর্ষনের চেষ্টা একটি মামলা দায়ের করেন।