গৌরনদী
গৌরনদীতে কলেজ ছাত্রের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ মা ও বাবার সাথে অভিমান করে বরিশালের গৌরনদী উপজেলার ব্রাহ্মনগঁও গ্রামের সিরাজ সরদারের ছেলে ও বরিশাল কলেজের অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্র কাওছার সরদার (২৪) বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার বার্থী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে চাম্বুল গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকালে গৌরনদী মডেল থানা লাশ উদ্ধার করে।
গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আঃ রব হাওলাদার জানান, কলেজ ছাত্র কাওছার সরদার মানসিক ভারসাম্য হারিয়ে দীর্ঘদিন ধরে অসংলগ্ন আচরন করছিল। তার অভিভাবকরা ডাক্তারের কাছে নিয়ে মানসিক চিকিৎসা করছে। কাওছার কারণে অকারণে প্রায়ই মা-বাবা ও প্রতিবেশীদের গালাগাল ও ধাওয়া করে মারধর করত। বুধবার রাত সাড়ে ৮টার দিকে সে বাবাকে গালাগাল ও ধাওয়া করে বাড়ি থেকে বের হয়ে যায়। গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বার্থী ডিগ্রি কলেজ চত্বরের চাম্বুল গাছের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পেয়ে থানায় পুলিশকে অবহিত করলে পুলিশ লাশ উদ্ধার করে। তিনি (অতিরিক্ত পুলিশ সুপার) কলেজ ছাত্রের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।