বরিশাল
ডেঙ্গু ও গুজব প্রতিরোধে গৌরনদীতে আনসার ও ভিডিপির প্রচারনা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ গৌরনদী উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে ছেলেধরা গুজব ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক প্রচারনা, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১০টায় গৌরনদী গৌরনদী গালর্স স্কুল এ্যাÐ কলেজের সামনে থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । স্কুল মিলনায়তনে আলোচনা সভায় বক্তাব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তার, নলচিড়া ইউনিয়ন আনসার ও ভিডিপি দলপতি আইয়ুব আলী, মাহিলারা ইউনিয়ন দলপতি আলাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সকল ইউনিয়নের আনসার ভিডিপি ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, পৌরসভার ওয়ার্ড দলনেতা-দলনেত্রী, উপজেলা কোম্পানী কমান্ডারসহ সকল ইউনিয়নের আনসার কমান্ডার ও আনসার ভিডিপির সদস্যরা। বক্তারা কোন গুজবে কান দেয়া ও অপরিচিত কাউকে সন্দেহ হলে পুলিশের হাতে সোপর্দ করার আহবান জানান। ডেঙ্গু প্রতিরোধে স্কুল-কলেজ মাদ্রাসা ও বাড়ির আশপাশের জঙ্গল পরিস্কার পরিচ্ছন্ন রাখতে গ্রামে গ্রামে প্রচারনা উৎসাহ প্রদান করা হয়।