গৌরনদী
গৌরনদীতে ছেলেধরা কল্লাকাটা গুজব প্রতিরোধ মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদীতে ছেলেধরা কল্লাকাটাসহ নানা গুজব প্রতিরোধ ও গুজব কান দিয়ে আইনকে হাতে তুলে না নিতে গনসচেতনতায় গৌরনদী মডেল থানা পুলিশের উদ্যাগে রোববার সকালে বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিএম ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান। বক্তব্য রাখেন শিক্ষক সহকারী শিক্ষক কামরুজ্জামান, সেলিম বেপারী, শিশির কুমার গাইন, হাসনে জাহান, গবিন্দ্র চন্দ্র নাগ, লিপিকা সরকার প্রমুখ। ওসি মাহাবুব তার বক্তব্যে গুজবে কান না দেয়ার আহবান জানান। পাশাপাশি গুজবকারীদের প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। গুজব শুনে কাউকে সন্দেহ করে আইনকে হাতে তুলে না নেওয়ার জন্য আহবান জানান।