বরিশাল
উজিরপুরে গৃহবধু সহ ৩ জনকে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের পূর্ব ধামুড়া গ্রামে গত মঙ্গলবার জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ সমর্থকরা হামলা চালিয়ে এক গৃহবধূসহ তিন জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। আহতদের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বুধবার উজিরপুর মডেল থানা য়একটি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় লোকজন ও পুলিশ জানান, উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের পূর্ব ধামুড়া গ্রামের সুজন হাওলাদারের সঙ্গে একই গ্রামের আব্দুল আউয়াল হাওলাদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সুজন হাওলাদার মঙ্গলবার সকালে বিরোধপূর্ন জমিতে গাছের চারা লাগাতে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে এতে বাধা দান আব্দুল আউয়াল হাওলাদার। এ সময় উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে ওই দিন দুপুরে সুজন হাওলাদারের সমর্থকরা আউয়াল হাওলাদারের ওপর হামলা চালায়।
আব্দুল আউয়াল হাওলাদার অভিযোগ করে বলেন, আমি স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে বাড়ির সন্নিকটে পৌছলে সকালের ঘটনার জের ধরে সুজন হাওলাদার লাঠিসোটা নিয়ে অতর্কিতভাবে আমার ওপর হামলা চালায়। আমি ডাক চিৎকার দিলে আমাকে রক্ষায় স্ত্রী নিলুফা বেগম ও ভাই রাজু হাওলাদার, নাসরিন আক্তার এগিয়ে এলে তাদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে ধারাল দিয়ে আমাকে, রাজু হাওলাদার ও নাসরিন আক্তারকে কুপিয়ে জখম করে। স্বজন ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতির্ করেন।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে সুজন হাওলাদার হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, হামলার সঙ্গে আমি বা আমার কোন স্বজন জড়িত নাই। আমাদের মামলা দিয়ে হয়রানী করতে নিজেরাই জখমের ঘটনা সাজিয়ে মিথ্যাচার চালাচ্ছে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, এ ঘটনায় বুধবার থানায় একটি মামলা দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।