বরিশাল
আগৈলঝাড়ায় উল্টো রথযাত্রা উৎসব পালন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়ায় ধর্মীয়ভাবগাম্ভির্য ও যথাযোগ্য মর্যাদায় শুক্রবার বিকেলে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা পালন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়েছে।
সনাতন ধর্মালম্বী নারী, পুরুষ জড়ো হয়ে উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমী মাঠ থেকে বর্ণাঢ্য র্যালী বের করে গৈলা মডেল ইউনিয়ন পরিষদের সামনে রথখোলা মন্দির শেষ হয়। আগৈলঝাড়ার উপজেলা সদর ছাড়া রথবাড়ি, পঞ্চপল্লী গোবিন্দ মন্দিরেও উল্টো রথযাত্রা উৎসব পালিত হয়েছে। গৈলা রথযাত্রায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, গৈলা কীর্ত্তন ও পূজা উদযাপন কমিটির উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান দুলাল দাশ গুপ্ত, গৈলা কীর্ত্তন ও পূজা উদযাপন কমিটির সভাপতি সুসান্ত কর্মকার, সাধারন সম্পাদক কাজল দাশ গুপ্ত, সন্তোষ কর্মকার, মহিৎ লাল মন্টু, সুনীল কুমার দাশ, মহাদেব শীল, বাপ্পি কর্মকার প্রমুখ। আগৈলঝাড়ার রামানন্দেরআঁক ইসকন মন্দির থেকে হাজারো ভক্ত উপজেলা সদরের ইসকন জগন্নাথ মন্দির পর্যন্ত দীর্ঘ প্রায় দুই কিলোমিটর পথ উল্টো রথ টেনে নিয়ে আসেন। সন্ধ্যায় পুনরায় ইসকন মন্দির তেকে রথ টেনে ফিরিয়ে নিবেন ভক্তরা।