বরিশাল
গৌরনদীতে জাকের পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলা জাকের পার্টির বর্ধিত সভা শনিবার সকালে গৌরনদী উপজেলার টরকী সুন্দরদী বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী কমপ্লেক্রে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্ধোধন করেন সংযুক্ত আরব আমিরাত জাকের পার্টি সাধারন সম্পাদক বাদশা মুন্সী।
বর্ধিত সভার সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা জাকের পার্টি সহ-সভাপতি মাস্টার মনজুর এলাহি। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা জাকের পার্টি সভাপতি মাস্টার মোতালেব হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা সাধারন সম্পাদক মিজানুর রহমান হাওলাদার, সহ সভাপতি মোস্তফা কামাল মন্টু, ওলামা ফ্রন্ট বরিশাল জেলা সহ সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, উপজেলা জাকের পার্টি সভাপতি ইউনুছ মিয়া । বক্তাব্য রাখেন উপজেলা জাকের পাটি সাধারন সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক রিয়াজ মোরশেদ স্বাধীন খান, গৌরনদী পৌর জাকের পার্টি সাধারন সম্পাদক ইয়াকুব আলী, বাচ্চু শরীফ প্রমূখ। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালান করেন জামে মসজিদের ইমাম কারী ফজলুল হক।