বরিশাল
উজিরপুরে অস্ত্র মামলায় যুবকের ১৭ বছর কারাদন্ড
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম / বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের হারতায় এলাকায় একটি ডাকাতি মামলা ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে ওটরা ইউনিয়নের যুগীর কান্দা গ্রামের মালেক হাওলাদারের পূত্র সুমন হাওলাদারকে (৩৫) গত সোমবার ১৭ বছর কারাদন্ড দিয়েছে জননিরাপত্তা বিগ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কেএম শহীদ আহম্মেদ। আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করা হয়।
উজিরপুর মডেল থানা মামলা সূত্রে জানা গেছে, উজিরপুর উপজেলার হারতার একটি ডাকাতি মামলায় জড়িত থাকার অভিযোগে উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ডাকাতি মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ইকবাল হোসেন ২৬ নভেম্বর (২০১৬) উপজেলার ওটরা ইউনিয়নের যুগিরকান্দা গ্রামে অভিযান চালিয়ে উজিরপুর থানা পুলিশের তালিকাভূক্ত ডাকাত দলের সদস্য ওই গ্রামের মালেক হাওলাদারের পূত্র সুমন হাওলাদার(৩৫)কে গ্রেপ্তার করে। পুলিশী জিজ্ঞাসাবাদের সুমনের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ লুৎফর রহমান এক দল পুলিশ নিয়ে তার (সুমনের) বাড়ির বসতঘরের পাশে একটি পরিত্যক্ত ঘর থেকে ১টি পাইপগান, ৩ রাউন্ড গুলি ও ধারাল চাপাতি উদ্ধার করে। ওই দিন উপ-পরিদর্শক (এসআই) মোঃ লুৎফর রহমান বাদি হয়ে নিজ হেফাজাতে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে সুমনের বিরুদ্ধে বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। সুমনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা ও উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম ২০১৭ সালের ৩১ জানুয়ারী আদালতে অভিযোগপত্র জমা দেন। ২ বছর ৮ মাস মামলা চলাকালীন সময়ে আদালত ৯ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন করেন। স্বাক্ষীর দেওয়া প্রমানের ভিত্তিতে এ রায় প্রদান করা হয়।
আদালতের পেশকার জানান, জননিরাপত্তা বিগ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কেএম শহীদ আহম্মেদ গত সোমবার অস্ত্র আইনের ১৯ (এফ) ধারায় ৭ বছর এবং ১৯ (এ) ধারায় ১০ বছরসহ দুটি ধারায় আসামি সুমন হাওলাদারকে ১৭ বছর কারাদন্ডের রায় ঘোষণা করেন।