গৌরনদী
আগৈলঝাড়া উপজেলা বিএনপি লতিফ মোল্লা ও স্বেচ্ছাসেবক দলের সভাপতির হারুনের পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপির দলীয় আভ্যন্তরীন কোন্দল, সাংগঠনিক বিশৃংখলা ও স্থানীয় নেতাকর্মীদের অবমূল্যয়নের প্রতিবাদে আগৈলঝাড়া উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদি দলের (বিএনপি) সভাপতি আব্দুল লতিফ মোল্লা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. হারুন-অর-রশিদ দল থেকে পদত্রাগ করেছেন। গত ৩০ জুন উপজেলা বিএনপির সভাপতি বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। আব্দুল লতিফ মোল্লা গত ৩০ বছর যাবত উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।
আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও রাজিহার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন পদত্যাগের কথা নিশ্চিত করে জানান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সভাপতি ও গৈলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা দলীয় প্যাডে গত ৩০ জুন বরিশাল সদর উত্তর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মেজবা উদ্দির ফরহাদের কাছে দলীয় পদ থেকে পদত্যাগ পত্র জমা দেন। পদত্যাগপত্রে বাধ্যর্কজনিত ও তিনি ব্যক্তিগত কারনের কথা উল্লেখ করেছেন। তবে তিনি সংবাদ কর্মীদের কাছে পদত্যাগের কারন হিসেবে বলেছেন, কেন্দ্রীয় নেতাদের গ্রুপিং, দলের সাংগঠনিক বিশৃংখলা ও দলীয় নেতাকর্মীদের অবমূল্যয়নের কারনে তিনি পদত্যাগ করেছেন। লতিফ মোল্লা গত ৩০ বছর সভাপতির দায়িত্ব পালন করেন। এ ছাড়া একই কারনে গত ২৭ জুন সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন আগৈলঝাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. হারুন অর রশিদ। বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মেজবা উদ্দিন ফরহাদ জানান, আব্দুল লতিফ মোল্লা বয়সের কারনে হয়তো পদত্যাগের সিদ্বান্ত নিয়েছেন। বিএনপি কেন্দীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান এ প্রসঙ্গে বলেন, বিষয়টি আমার জানা নেই।