গৌরনদী
গৌরনদীর মুক্তিযোদ্ধা ও অধ্যক্ষ সামচুল আলম তালুকদার আর নেই
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার মধ্য বিল্বগ্রাম গ্রামের মুক্তিযোদ্ধা ও গোপালগঞ্জের শেখ ফজিলাতুন নেছা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মোঃ সামচুল আলম তালুকদার (৭০) মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হন। তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার সকাল ৯টায় মধ্য বিল্লগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে রাষ্ট্রিয় মর্যদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।