গৌরনদী
বোমা হামলার মামলায় গৌরনদীর বিএনপি নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী পৌর বিএনপির সাবেক সভাপতি মো. মিজানুর রহমানকে (৫৪) রুপনগর এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে ঢাকার রুপ নগর থানা পুলিশের সহায়তায় গৌরনদী মডেল থানা পুলিশ গ্রেপ্তার করেছে। গত অক্টোবর মাসে গৌরনদী মডেল থানায় আওয়ামীলীগ নেতা হাফেজ মাওলানা নুরুল হক তালুকদারের দায়ের করা একটি বোমা হামলার মামলার পলাতক আসামি। শুক্রবার দুপুরে ঢাকা থেকে মিজানুর রহমানকে নিয়ে গৌরনদীর উদ্দেশ্যে রওয়ানা হন পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সগীর হোসেন জানান, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. নুরুল হক তালুকদার ২৫ অক্টোবর গৌরনদী মডেল থানায় ২৬ জন বিএনপি নেতাকর্মীর নামাল্লোখ করে অজ্ঞাতনামা ৯০ জনসহ ১১৬ জনকে আসামি করে একটি বোমা হামলার মামলা দায়ের করেন। বাদি এজাহারে উল্লেখ করেন ২৫ অক্টোবর সন্ধ্যার পরে গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো. হারিছুর রহমানের বাড়িতে সভা শেষ করে বিভিন্নভাগে ভাগ হয়ে নেতাকর্মি বাড়িতে রওয়ানা হয়ে রাত পোনে ৯টার দিকে উত্তর পালরদী গ্রামে বিএনপি নেতা মো. বদিউজ্জামানের বাড়ির সামনে পৌছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা আসামিরা তাদের জীবন বিপন্ন করতে ৫/৭টি হাত বোমা হামলা চালায়। এ সময় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মি জখম হন।