বরিশাল
উজিরপুরের জল্লায় নৌকার প্রার্থীর উঠান বৈঠক
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ উপজেলা পরিষদ নির্বাচনে বরিশালের উজিরপুরে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ সিকদার বাচ্চু উঠান বৈঠক জল্লা ইউনিয়নের কারফা বাজারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূবৃত্তের গুলিতে নিহত ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার ওরফে নান্টুর বাবা মুক্তিযোদ্ধা সুখলাল হালদার। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো: ইউনুস। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পৌর মেয়র হারিছুর রহমান, আগৈলঝাড়া উপজেলা আওয়ালীগের সভাপতি সুনীল হালাদার, সহ-সভাপতি নব নির্বাচিত আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান আ: রইচ সেরনিয়াবাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদ আল হাসান, কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগ নেতা সুখেন্দ্র শেখর বৈদ্য, উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন, যুবলীগের সভাপতি পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, সেচ্ছাসেবকলীগের সভাপতি কামাল হোসেন সবুজ, শ্রমিকলীগের আহব্বায়ক আনোয়ার হোসেন খান, ছাত্রলীগের সভাপতি অসীম কুমার ঘরামী, সাধারন সম্পাদক জালিছ মাহমুদ শাওন, জল্লা ইউনিয়নের নিহত চেয়ারম্যান নান্টুর স্ত্রী ইউপি চেয়ারম্যান বেবী রানী দাস, সাতলা ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক আজাদ, বড়াকোঠার শহিদুল ইসলাম মৃধা, ছাত্রলীগ নেতা অলোক কুমার হালদার প্রমূখ। বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম । অনুষ্ঠানের বক্তারা ২৪ মার্চ উপজেলা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল মজিদ সিকদারকে বিজয়ী করে জনপ্রিয় ইউপি চেয়ারম্যান নান্টুর হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহবান জানান।