গৌরনদী
উপজেলা পরিষদ নির্বাচনে উজিরপুরে আওয়ামীলীগ প্রার্থীর গনসংযোগ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ উজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ মজিদ সিকদার বাচ্চু উপজেলার বিভিন্ন স্থানে গনসংযোগ করেন। বুধবার গনসংযোগে জনতার ঢল নামে। সকাল ১০টায় উপজেলার ওটরা, মশাং, ভবানীপুর, ডাবেরকুল, বড়াকোঠা, চথলবাড়িসহ বিভিন্ন স্থানে নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও গনসংযোগ করতে গেলে পিছনে প্রায় অর্ধ কিলোমিটার পর্যন্ত জনতার ঢল নামে। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আঃ হাকিম সেরনিয়াবাত, যুগ্ম সম্পাদক এ্যাডঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান প্রার্থী অপূর্ব কুমার বাইন রন্টু, শ্রমিকলীগ আহবায়ক আনোয়ার হোসেন খান, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কামাল হোসেন সবুজ, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার হারুন অর রশিদ, মহিলানেত্রী ও ভাইস চেয়ারম্যান প্রার্থী বিউটি খানম, শিকারপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন, সাবেক ছাত্রলীগ সভাপতি তাপস সাহা, আনিসুজ্জামান নযন, আওয়ামীলীগ নেতা কামরুল আহসান নাসিম, নান্নু, সহদেব কুমার দাস, কাউন্সিলর বাবুল সিকদার, রিপন মোল্লাসহ কয়েকশত নেতাকর্মী। বিভিন্ন পথসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে আঃ মজিদ সিকদার বাচ্চু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও পার্বত্য শান্তিচুক্তি প্রনেতা বরিশাল জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ, আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক দিয়ে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকে মনোনয়ন দিয়েছে। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয়ী করে অবহেলিত মানুষের চাওয়া পাওয়া পুরন করতে হবে। আমি সকলের দোয়া চাই।