গৌরনদী
উপজেলা নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হওয়ার পথে গৌরনদী, আগৈলঝাড়ার আওয়ামীলীগের প্রার্থীরা, উজিরপুরে একাধিক প্রার্থী
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ আসন্ন পঞ্চম উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯র মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার বরিশালের তিন উপজেলায় (গৌরনদী, আগৈলঝাড়া ও উজিরপুরে) চেয়ারম্যান পদে ৬ জন, ভাইসচেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। উজিরপুর উপজেলায় প্রতিটি পদে একাধিক মনোনয়নপত্র জমা পড়ছে। গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় একক মনোনয়নপত্র জমা পড়ায় বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হওয়ার পথে আওয়ামীলীগের প্রার্থী।
গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা নাসরিন জানান, মঙ্গলবার শেষ দিনে গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দা মনিরুন নাহার মেরী, ভাইসচেয়ারম্যান পদে বর্তমান ভাইসচেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. ফরহাদ হোসেন মুন্সী ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে উপজেলা মহিলালীগের সাবেক সভাপতি জিনিয়া আফরোজ হেলেন মনোনয়নপত্র জমা দেন। এখানে প্রতিটি পদের জন্য ১টি করে মনোনয়নপত্র জমা পড়েছ।
আগৈলঝাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রইস সেরনিয়াবাত ভাইসচেয়ারম্যান পদে মো. রফিকুল ইসলাম তালুকদার ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইসচেয়ারম্যান মলীনা রায় মনোনয়নপত্র জমা দেন। আগৈলঝাড়ায় অন্য কোন প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েনি।
উজিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুদ্দিন জানান, উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ সিকদার, বিদ্রোহী প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামলীগের সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বরাকোঠা ইউনিয়ন পরিসদের সাবেক চেয়ারম্যান মো. ফিরোজ হাওলাদার ও উজিরপুর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান, জাসদ (আম্বিয়া) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মনোনয়পত্র জমা দেন। ভাইসচেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান ভাইসচেয়ারম্যান অপূর্ব কুমার বাইন, বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অশোক কুমার হালদার ও স্বতন্ত্র প্রার্থী বরাকোঠা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য সুলতান হোসেন মনোনয়নপত্র জমা দেন। মহিলা ভাইসচেয়ারম্যান পদে অওয়ামীলীগের মনোনীত প্রার্থী বিউটি আক্তার, ওয়ার্কাস পাটির প্রার্থী ও বর্তমান ভাইসচেয়ারম্যান সীমা রানী শীল ও স্বতন্ত্র আইনজীবি মোর্শেদা পারভীন মনোনয়ন জমা দিয়েছে।
উল্লেখ্য পঞ্চম উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া ও উজিরপুরে ২৪ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।