বরিশাল
উজিরপুরের সাতলায় নলকুপে গ্যাস
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের সাতলা গ্রামে গত শুক্রবার রাতে একটি নলকুপ বসাতে গিয়ে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এতে আগুন ধরিয়ে দিলে জলন্ত আগুন দেখার জন্য উৎসুক জনতা ভীর করেন।
সাতলা গ্রামের মো. সিরাজ হাওলাদার জানান, বুধবার তার বাড়িতে একটি গভীর নলকুপ বসানোর জন্য নলকুপ মিস্ত্রী কাজ শুরু করেন। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৪শত ৪০ ফটু পাইপ বোরিং করা হয়। এ সময় পাইপের মুখ দিয়ে বুদ বুধ করে বায়ু বের হয় এবং পাইপ উপরে উঠে আসে। এতে মিস্ত্রীর সন্দেহ হয়। এক পর্যায়ে নলকুপ মিস্ত্রীরা পাইপের মুখে আগুন দিলে আগুন জ্বলতে থাকে। বিষয়টি এলাকায় জানাজানি হলে পাইপের মুখের আগুন দেখতে এলাকার উৎসুক জনতা ভীর করেন। পরে নলকুপ মিস্ত্রীরা কাজ বন্ধ রাখেন। পরে স্থানীয়রা বিষয়টি উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুমা আক্তারকে অবহিত করেন।