সারাদেশ
গৌরনদীতে আল হেলাল একাডেমীর পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্ধোধন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম / গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী সরকারি অল-হেলাল একাডেমী প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার সকালে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্ধোধন করা হয়। এ উপলক্ষে বিদ্যালয় চত্বরে বিদ্যালয় পরিচালনা কমিটির কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাফর শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, প্রধান শিক্ষক মাওলানা আব্দুস সালাম, সহকারী শিক্ষক মোঃ অনোয়ারুল হক, মো. রফিকুল ইসলাম, স্বপ্না আক্তার, জেসমিন আক্তার, বাপ্পি আক্তার, হামিদা আক্তার। সরকারি নির্দেশনা অনুযায়ি প্রতি বৃহস্পতিবার বিদ্যালয় পরিচালনা কমিটির কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর অংশ গ্রহনে বিদ্যালয় ও বিদ্যালয় চত্বর পরিস্কার ও পরিচ্ছন্ন করা হবে।