বরিশাল
বিএনপি নেতা সৈয়দ সরোয়ার আলমকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদ
একটি ওয়াজ মাহফিলে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে জামাত নেতারা বিএনপি নেতা সৈয়দ সরোয়ার আলমকে নিয়ে মিথ্যাচার করে অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচারের প্রতিবাদ করেছেন গৌরনদী উপজেলা পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা। প্রতিবাদে বিএনপি নেতা কর্মিরা বলেন, মতপ্রকাশের অধিকার প্রতিটি নাগরিকের জন্মগত অধিকার। ভিন্নমত—হোক তা সমর্থন কিংবা বিরোধিতা—গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু দুঃখজনকভাবে, রাজনীতির নামে মিথ্যা ট্যাগিং আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। এটি সেই স্বৈরাচারী রাজনীতিরই ধারাবাহিকতা, যা শেখ হাসিনা যুগে তৈরি হয়েছিল—যেখানে বিরোধী মত বা জনপ্রিয় ব্যক্তিকে হেয় করতে মিথ্যা লেবেল লাগানোই ছিল প্রধান অস্ত্র। আজ একজন বীর মুক্তিযোদ্ধা, ধর্মপ্রাণ মানুষ, গৌরনদী কলেজের সাবেক ভিপি এবং গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলমকে নিয়ে জামায়াত–শিবিরের যে অপপ্রচার চালানো হচ্ছে—তা সেই বিকৃত, ফ্যাসিস্ট-ধারার ট্যাগিং রাজনীতিরই পুনরাবৃত্তি।
মিথ্যা ট্যাগিং বন্ধ হোক।
ফ্যাসিস্ট রাজনীতির ভূত মাথা থেকে নামিয়ে ফেলুন।
গণতন্ত্রের চর্চা হোক সত্য ও যুক্তির ওপর, অপপ্রচারের ওপর নয়।


