বরিশাল
মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে গৌরনদীতে সংবাদ সম্মেলনে যুববদল নেতা
নিজস্ব প্রতিবেদকঃ রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে মিথ্যা অভিযোগে ফাসানো হয়েছে বলে বরিশালের গৌরনদীতে ‘সংবাদ সম্মেলনে দাবি করেন স্থানীয় যুবদল নেতা এবং নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ জুয়েল সরদার। শনিবার সকাল ১১ টায় গৌরনদী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নলচিড়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক জুয়েল সরদার লিখিত বক্তব্যে এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে জুয়েল সরদার বলেন, আমার বিরুদ্ধে প্রবাসী রবিউল শিকদারের স্ত্রী মনিকে কু-প্রস্তাব ও মারধরের অভিযোগ এনে একটি সংবাদ প্রকাশিত হয়। তিনি স্পষ্টভাবে জানান, গৌরনদী থানায় তার বিরুদ্ধে যে অভিযোগ দায়েরের কথা বলা হয়েছে, তার একটি বাক্যও সত্য নয়। জুয়েল সরদার দাবি করেন, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করছেন। তার এই মাদকবিরোধী অবস্থানের কারণেই পরকীয়া প্রেমিক ও মাদক ব্যবসায়ী সানাউল প্যাদা ক্ষুব্ধ হয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করছেন। তিনি উল্লেখ করেন, সম্প্রতি নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে সানাউল প্যাদা তার প্রতিদ্বন্দ্বী ছিলেন এবং পরাজিত হওয়ার পরই এই বিদ্বেষমূলক অপপ্রচার শুরু হয়েছে।
জুয়েল সরদার তার রাজনৈতিক জীবনের ত্যাগ ও হয়রানির কথা তুলে ধরে বলেন, ১৯৯৬ সাল থেকে তিনি সক্রিয়ভাবে বিএনপির রাজনীতির সাথে যুক্ত। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক মিথ্যা মামলায় তাকে একাধিকবার জেল খাটতে হয়েছে এবং নির্যাতনের শিকার হতে হয়েছে। তিনি আক্ষেপের সুরে বলেন, রাজনৈতিক হয়রানির কারণে গত ১৭ বছর তিনি ঠিকভাবে বাড়িতে থাকতে পারেননি, এমনকি বাবার জানাজা ও দাফনেও উপস্থিত থাকতে পারেননি। তার বড় ভাই ও ভাতিজার ওপর হামলা হয়েছে এবং আওয়ামী সন্ত্রাসীরা তাদের দুটি গরু নিয়ে গেছে বলেও তিনি অভিযোগ করেন। সংবাদ সম্মেলনের শেষে জুয়েল সরদার গৌরনদী প্রেসক্লাবের সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান, তারা যেন সকল তথ্য যাচাই-বাছাই করে নিরপেক্ষভাবে প্রতিবেদন প্রকাশ করেন। তিনি বলেন, মিথ্যা অপপ্রচারের কারণে একজন রাজনৈতিক কর্মী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে তার সুনাম ক্ষুন্ন হচ্ছে।


