বরিশাল
আগৈলঝাড়া শিশু সজীব হত্যায় সন্দেহভাজন এক জন আটক
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের আগৈলঝাড়ায় শিশু সজীব মজুমদার হত্যার ঘটনায় জড়িত সন্দেহে এক জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাটরা গ্রামের চতুর্থ শ্রেনী পড়–য়া ছাত্র সজীব হত্যার ঘটনার সাথে জড়িত সন্দেহে সীমান্তবর্তী রামশীল গ্রামের শ্যাম চরণ হালদারের ছেলে ক্ষিতীশ হালদার (৩৬)কে পুলিশ সোমবার সন্ধ্যায় নিজ এলাকা থেকে আটক করে থানায় নিয়ে আসে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আ. হক সাংবাদিকদের জানান, হত্যার ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নিয়ে আসা হয়েছে।
উল্লেখ্য উপজেলার বাটরা গ্রামের সঞ্জিত মজুমদারের ছেলে চতুর্থ শ্রেনীর ছাত্র সজীব মজুমদারকে চলতি বছরের ১৬ ফেরুয়ারী বাটরা বাজার থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পর দিন ১৭ ফেরুয়ারী রাতে কোদালধোয়া গ্রামের একটি ঘের থেকে সজিবের পেট কাটা নাড়িভুরি বের হওয়া লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সঞ্জিত মজুমদার বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন, যার নং-১০।