গৌরনদী
সরিকল মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী সরকিল মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিন ব্যাপী ৯১ তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান রবিবার স্কুলে মাঠে শেষ হয়। পুরুস্কার বিতরনী অনুষ্ঠান স্কুল পরিচালনা কমিটির সভাপতি গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেনগৌরনদী পৌরসভার মেয়র ও গৌরনদী উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক হারিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগ সভাপতি এইচ, এম জয়নাল আবেদিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল জলিল, উপজেলা ছাত্রলীগ সভাপতি, যুবায়ের হোসেন ছান্টু ভুইয়া, সম্পাদক, উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটি সভাপতি খন্দকার শাহ্ েআলম (মনজু), ৭নং সরিকল পাইলট ইউনিয়ন চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, সরিকল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মেজবাহ্ উদ্দিন আকন, সরিকল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন মোল্লা, যুবলীগ সরিকল ইউনিয়ন সভাপতি জানে আলম, আওয়ামী লীগ নেতা আজিজুল মোল্লা। স্বাগতম বক্তব্য রাখেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাইদুল ইসলাম, সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) আলমগীর হোসেন প্রমূখ। শেষে বিজয়ী ও মেধাবী ছাত্র / ছাত্রীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।