গৌরনদী
আগৈলঝাড়ার প্রতিবন্ধীদের ফ্রি চিকিৎসা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ জেলার আগৈলঝাড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আজ বুধবার (২০এপ্রিল) বিনামূল্যে মোবাইল রিহেবিলিটেশন ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করা হবে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা জানান, সমাজকল্যান মন্ত্রণালয়ের অধীনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বুধবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রতিবন্ধীরা এ ক্যাম্প থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও থেরাপি সুবিধা গ্রহণ করতে পারবেন। চলতি বছরের ৪ জানুয়ারি থেকে উপজেলা সদর, গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় ও মিশ্রিপাড়া বাজারে তিন দিনে সহস্রাধিক রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে।