গৌরনদী
দাবিকৃত চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, গ্রেপ্তার-২
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ চাঁদা না পেয়ে বরিশালের গৌরনদী উপজেলা সদরের একটি প্রাইভেট ক্লিনিকের কর্তব্যরত আবাসিক চিকিৎসককে মারধর করেছে কতিপয় ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় চিকিৎসকের মটরসাইকেল, মোবাইল, মানিব্যাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ন কাগজপত্র ছিনিয়ে নেন। এ ঘটনায় গতকাল শুক্রবার চিকিৎসক আব্দুর রাকিব বাদি হয়ে দুই ছাত্রলীগ নেতাসহ ৪ জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেছে। পুলিশ এজাহারভূক্ত দুই আসামি ছাত্রলীগ নেতাকে পৌর দক্ষিন বিজয়পুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দৌলতপুর হাজিপাড়া গ্রামের মো. সাহারুল ইসলামের পুত্র চিকিৎসক আব্দুর রাকিব (২৬) জানান, তিনি গৌরনদী উপজেলার দক্ষিন বিজয়পুর এলাকার শারমিন ক্লিনিকে আবাসিক চিকিৎসক হিসেবে ৫/৬ বছর ধরে চাকুরী করেন। হাসপাতাল সংলগ্ন মো. ফারুক সরদারের বাড়িতে তিনি ভাড়া থাকেন। হাসপাতালে চাকুরী করার সুবাদে গৌরনদী পৌরসভার ছাত্রলীগের সদস্য ও দক্ষিন বিজয়পুর মহল্লার মৃত হায়দার মীরের পুত্র মাসুদ মীর(৩০)র সঙ্গে পরিচয় হয়।
এজাহারে বাদি উল্লেখ করেন, গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মাসুদ মীরের নেতৃত্বে তার সহযোগী সোহেল মীর(২৭), বাপ্প্ িসিকদার (৩২) ও কাওছার সরদার(২০) তার ভাড়াটে বাসায় গিয়ে তার কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে আসামিরা তাকে বাসার মধ্যে আটকে বেদমভাবে মারধর করে। এ সময় তার মুঠোফোন, দুই হাজারটাকাসহ মানিব্যাগ, ন্যাশনাল ব্যাংকের ক্রেডিট কার্ড, জাতীয় পরিচয়পত্র ও মটরসাইকেলর চাবি নিয়ে যায়। ওই সময় একটি সাদা ষ্টাম্পে তার স্বাক্ষর নিয়ে তাতে লিখে নেন যে, মটরসাইকেলসহ উল্লেখিত সামগ্রী মাসুদ মীরের কাছে বন্ধক রেখে ১ লাখ ৫০ হাজার বুঝে নিলাম। পরবর্তিতে টাকা পরিশোধ করলে ওই মালামাল ফেরত দেয়া হবে । মারধরের ঘটনা কাউকে জানালে খবর আছে বলে হুমকি দিয়ে মটরসাইকেল নিয়ে চলে যান।
গতকাল গৌরনদী থানা হাজতে মাসুদ মীর ও সোহেল মীরের কাছে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তারা জানান, চিকিৎসক রাকিব আমার মহল্লার ছোট ভাইদের নিয়ে বাসার মধ্যে ইয়াবা খাচ্ছিল খবর পেয়ে আমি বাসায় গিয়ে ডাক্তারকে জিজ্ঞাসা করলে সে মিথ্যা কথা বললে আমি তাকে শাসনের সুরে দুটি চরথাপ্প্র মেরেছি। মটরসাইকেলসহ মালামাল লুট করার অভিযোগ সত্য নয়। ষ্টাম্পে স্বাক্ষর নেওয়ার কথা অস্বীকার করেন।
এ প্রসঙ্গে গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার বলেন, গতকাল শুক্রবার চিকিৎসক আব্দুর রাকিব বাদি হয়ে মাসুদ মীর তার সহযোগী সোহেল মীর(২৭), বাপ্প্ িসিকদার (৩২) ও কাওছার সরদারকে (২০) আসামি করে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেছে। পুলিশ গতকাল দুপুরে পৌর সভার দক্ষিন বিজয়পুর মহল্লায় অভিযান চালিয়ে মাসুদ মীর তার সহযোগী সোহেল মীরকে (২৭) গ্রেপ্তা করেছে। আজ শনিবার আদালতে সোপর্দ করা হবে।