সারাদেশ
সরকারি শেখ হাসিনা কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতা পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ঐতিহ্যবাহী নারী শিক্ষাপীঠ সরকারি শেখ হাসিনা একাডেমী অ্যান্ড ইউমেন্স কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরনী অনুষ্টান কলেজের হলরুমে অধ্যক্ষ জাকিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মাদারীপর সদর সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসেন, ডিকে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমী অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দা মমতাজ বেগম, ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কিবরিয়া, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, কালকিনি উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইকবাল হোসেন। শেষে বিজয়ী ছাত্রীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।