গৌরনদী
গৌরনদীতে চেতনা নাশক দ্রব্য খাওয়ায়ে শিক্ষিকাসহ ৬ জনকে হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলার দেওপাড়া গ্রামে সোমবার রাতে এক শিক্ষক পরিবারের ৬জনকে চেতনা নাশক দ্রব্য খাওয়ায়ে অজ্ঞান করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা রমা রানীসহ ৬ জনকে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসি ও অসুস্থ্য পরিবারবর্গ জানান, ওই গ্রামের ব্যবসায়ী অরুন দেবনাথের গৃহে অজ্ঞান পার্টি সোমবার রাতে খাবারের সাথে চেতনা নাশক দ্রব্য মিশিয়ে রাখে। রাতের খাবার খেয়ে অজ্ঞান হয়ে পরে। রাত ১১ টার দিকে গৃহকর্তার ভাই বাটাজোর বাজার থেকে বাড়িতে আসেন। ঘরের মধ্যে প্রবেশ করে তার ভাই অরুন দেবনাথ, তার স্ত্রী প্রধান শিক্ষিকা রমা রানী, তার শ্বাশুড়ি লক্ষি রানী, ভাতিজিা রাজিব দেবনাথ ও তার স্ত্রী সুমা দেবনাথকে অজ্ঞান অবস্থায় প্রতিবেশীদের সহায়তায় গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করেন। তবে অজ্ঞান পার্টি কোন মালামাল চুরি করতে পারে নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।