সারাদেশ
গৌরনদীর বিএনপির ২৫ নেতাকর্মীর জামিন লাভ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন আওয়ামীলীগের নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগে গত ২৬ ডিসেম্বর গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সদস্য মো. সোহরাব হোসেন বাদি হয়ে বিএনপির ৩৬ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। মামলার নামীয় ২৫ আসামি গত সোমবার বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেড আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালতের বিচারক জামিন মঞ্জুর করেন।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুবুর রহমান জানান, গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের হোসনাবাদ ব্রিজের গোড়ায় আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাসনাত আবদুল্লাহর নির্বাচনী কার্যালয়ে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের প্রার্থী জহির উদ্দিন স্বপনের মসর্থকরা হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সদস্য মো. সোহরাব হোসেন বাদি হয়ে সরিকল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন মৃধা, সাধারন সম্পাদক মো. আবুল বাশার প্যাদা, ইউনিয়ন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মো. নাসির মুন্সী, মো. সাদ্দাম মৃধা ও ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক মো. বসির মুন্সীসহ ৩৬ জনের নাম উল্লেখ ও অসংখ্য অজ্ঞাতনামার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। সরিকল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন মৃধা অভিযোগ করে বলেন, আওয়ামলীগের নেতাকর্মী ও সন্ত্রাসীরা অঅমাদের ওপর হামলা করে পিটিয়ে ও কুপিয়ে ১৫ জনকে জখম করে। পরবর্তিতে উল্টো আমাদের নামে মিথ্রা মামলা দায়ের করেন।
বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেড আদালতে জিআরও মো. লুৎফর রহমান জানান, মামলার এজাহার নামীয় আসামি সরিকল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন মৃধা, সাধারন সম্পাদক মো. আবুল বাশার প্যাদা, ইউনিয়ন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মো. নাসির মুন্সী, মো. সাদ্দাম মৃধা ও ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক মো. বসির মুন্সীসহ ২৫ আসামি সোমবার আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন। মামলার শুনানী শেষে আদালতের বিচারক ইফতেখার আহম্মেদ আত্মসমর্পনকারী ২৫ আসামির জামিন মঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবি ছিলেন কাজী বেলাল হোসেন, আব্দুর রহমান চোকদারসহ অন্যান্যরা।