সারাদেশ
গৌরনদীতে বেড়াতে এসে যুবতি শ্লীলতাহানির শিকার \ মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদীতে বেড়াতে এসে শুক্রবার সন্ধ্যায় মাদারীপুর জেলার কালকিনি উপজেলার উত্তর রমজানপুর গ্রামের এক যুবতি শ্লীলতাহানির শিকার হওয়ার ঘটনায় যুবতির মা বাদি হয়ে ৫ বখাটে যুবককে আসামি করে গৌরনদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে।
মামলার আসামিরা হলো- গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামের ইলিয়াস হাওলাদার, রনি হাওলাদার, শামীম খান, পান্নু সরদার, বড়দুলালী গ্রামের আল-হাদিস খান। মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) সগীর হোসেন জানান, মাদারিপুর জেলার কালকিনি উপজেলার উত্তর রমজানপুর গ্রামের এক যুবতি (১৯) গত ১০ জানুয়ারি সকালে গৌরনদীর বাঘমারা গ্রামের ফুপু বাড়িতে বেড়াতে আসে। বেড়ানো শেষে ওইদিন বিকাল ৫টার দিকে ওই যুবতি ফুফু বাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে সন্ধ্যা ৬টার দিকে বড়দুলালী গ্রামে পৌছলে বখাটে ইলিয়াস হাওলাদারের নেতৃত্বে বখাটে ৫ যুবক যুবতীর গতিরোধ করে জোরপূর্বক তাকে স্থানীয় আলাল সরদারের পান বরজে নিয়ে যায়। এ সময় আসামিরা যুবতিকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে যুবতির শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি ঘটনা ঘটায়। এ সময় যুবতি আত্মচিৎকার করলে বখাটেরা পালিয়ে যায়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে যুবতিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ওই দিন রাতে যুবতির পরিবারকে পুলিশ বাড়িতে খবর দেন। এ ঘটনায় যুবতির মা বাদি হয়ে ৫ বখাটে যুবককে আসামি করে গৌরনদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় একটি মামলা দায়ের করেন। এজাহারভূক্ত আসামিদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে বলে এস.আই সগীর জানান।