গৌরনদী
গৌরনদীর শীর্ষ মাদক ব্যবসায়ী হিরা মাঝি অস্ত্রসহ র্যাবের হাতে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ মঙ্গলবার সন্থ্যায় বরিশাল র্যাব-৮ গৌরনদীর কটকস্থল গ্রামের শাহ অলম বেপারীর বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র, জাল টাকা, গাঁজা, ফেন্সিডিল ও ইয়াবাস গৌরনদীর শীর্ষ মাদক ব্যবসায়ী গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের ইঙ্গুল মাঝির পুত্র হিরা মাঝিকে থেকে গ্রেপ্তার করেছে।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, বরিশাল র্যাব-৮র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় কটকস্থল গ্রামের শাহ অলম বেপারীর বাড়িতে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে হিরা মাঝিসহ সহযোগীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে র্যাব ধাওয়া করে শীর্ষ মাদক ব্যবসায়ী হিরা মাঝি তার সহযোগী বিপ্লব বেপারী, পলাশ কুুমারকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন, ৬ রাউÐ এ্যামিনেশন, ফেন্সিডিল ১২২ বোতল, গাঁজা ৪ কেজি, বিদেশী মদ ২ বোতল, ইয়াবা ৩৪ পিস ও জাল টাকা ২৫ হাজার, মাদকদ্রব্য বিক্রির ৫৭ হাজার টাকা, মোবাইল ১২টি, সিম ১১টি উদ্ধার করে। এ ঘটনায় বরিশাল র্যাব-৮ এর সিপিএসসির ডিএডি মোহাম্মদ জহিরুল ইসলাম বাদি হয়ে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেন।