গৌরনদী
অনলাইন দৈনিক গৌরনদী২৪ ডটকমের ৬ষ্ঠ বর্ষপূর্তি উৎসব ২০১৮ পালিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ দেশ বিদেশে জনপ্রিয় অনলাইন দৈনিক গৌরনদী২৪ ডটকম এর ৬ষ্ঠ বর্ষপূর্তি উৎসব ২০১৮ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে কেককাটা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গৌরনদী রিপোটার্স ইউনিটি কার্যালয়ে কেককেটে অনুষ্ঠানের উদ্ধোধন করেন প্রধান অতিথি গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাসরিন।
গৌরনদী২৪ ডটকমের সম্পাদক ও গৌরনদী রিপোর্টর্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার, গৌরনদী২৪ ডটকমের প্রতিষ্ঠাতা সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি যুগান্তর প্রতিনিধি মো. আসাদুজ্জামান রিপন, ডায়াগনিষ্টিক সেন্টার এসোসিয়েশনের সভাপতি মুক্তিযোদ্ধা এম, এ ওহাব, ডায়াগনিষ্টিক সেন্টার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও ডাঃ মোস্তাফিজুর রহমান ডায়াবেটিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আরাফত হোসেন, গৌরনদী রিপোর্টর্স ইউনিটির সহ-সভাপতি এস, এম, মোশারফ হোসেন, সহ-সম্পাদক মো. মনিরুজ্জামান চুন্নু, সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারন সম্পাদক শামীম মীর, প্রথম আলো বন্ধুসভার সভাপতি পলাশ তালুকদার, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সম্পাদক মো. শামীম আহম্মেদ, উজিরপুর রিপোটার্স ইউনিটির সহ-সম্পাদক জহির খান, চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সম্পাদিকা কবি ফাতেমা জান্নাত চাদনী, ঝর্না দাস লাবনী, চায়না দেবনাথ, জিএম যুব সাহিত্য সমাজের সভাপতি ফকরুল আবেদীন তানভির। বক্তব্য রাখেন গৌরনদী২৪ ডটকমের মফস্বল সম্পাদক ও রিপোটার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি আবু সাঈদ খন্দকার, সহযোগী সম্পাদক এস,এম মিজান, ওয়েব এডিটর এইচ,এম, সুমন, সাংবাদিক লোকমান হোসেন রাজু, মোল্লা ফারুক হাসান, আরেফীন রিয়াদ, সৌরভ হাসান, যাদু শিল্পী মো, মহসীন, আওরঙ্গ প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন গৌরনদী২৪ ডটকম ও রিপোটার্স ইউনিটির সম্পাদক বেলাল হোসেন।