গৌরনদী
গৌরনদীতে নাটক ‘ফ্রি ভিসা’র শুভমুক্তি অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ মানবপাচার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে নির্মিত নাটক ‘ফ্রি ভিসা’র শুভমুক্তি অনুষ্ঠান গতকাল শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলার গৌরনদী উপজেলার তরুন উদিয়মান লেখক ও নাট্যকার হোসেন মো. আমির আলীর রচনা ও পরিচালনায় নির্মিত নাটকের শুভমুক্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মো. হারিছুর রহমান। কারিতাস মিলনায়তনে দক্ষিণবঙ্গ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে শুভমুক্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওসি (তদন্ত) মো. আফজাল হোসেন, বরিশাল সদর উত্তর জেলা বিএনপির সহ সভাপতি ও উপজেলা আহবায়ক আলহাজ্ব আবুল হোসেন মিয়া, চন্দ্রদীপ সাহিত্য পরিষদের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, গৌরনদী রির্পোটাস ইউনিটির সভাপতি সৈয়দ নকিবুল হক। বক্তব্য রাখেন দক্ষিণবঙ্গ সাংস্কৃতিক সংগঠনের সাধারন সম্পাদক নাট্যকার ও লেখক হোসেন মো. আমির আলী, গৌরনদী উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক কুুবউদ্দিন, সহকারী শিক্ষক সমাজের সভাপতি আবু হানিফ, সাধারন সম্পাদক সুদাম পাল, গৌরনদী শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়নের সাধারন সম্পাদক প্রদীপ কুমার দাস, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক লুৎফর রহমান দীপ, গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক সঞ্জয় কুমার পাল, সাবেক সম্পাদক খোকন আহম্মেদ হীরা, সহ সম্পাদক এম আলম, গৌরনদী রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম সবুজ, সকালের খবরের প্রতিনিধি বেলাল হোসেন, দক্ষিণবঙ্গ সাংস্কৃতিক সংগঠনের সিনিয়র সহ সভাপতি বেতার ও টিভি শিল্পী ফিরোজ মিয়া, সহ সভাপতি ও কোটালীপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ দাস, বার্থী ডিগ্রী কলেজের প্রভাষক প্রশান্ত কুমার চক্রবর্তী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি কাজী আল আমীন, নাটকের চিত্রগ্রাহক ও ভিডিও এডিটর মোল্লা ফারুক হাসান, ক্ষুদ্রে অভিনেতা মো.মিরাজুল ইসলাম পিয়াল, আয়াতুল ঘরামী প্রমুখ। শেষে বড় পর্দায় নাটক প্রদর্শনী করা হয়।