গৌরনদী
গৌরনদীতে গৃহবধুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে মামলা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার বার্থী গ্রামের যুবলীগ কর্মী করিম সরদারের বিরুদ্ধে ভাড়াটিয়া এক গৃহবধু (২১)কে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নির্যাতিতা গৃহবধু বাদি হয়ে অভিযুক্ত করিম সরদার (৩৬)কে আসামি করে মঙ্গলবার গভীর রাতে গৌরনদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, গৌরনদী উপজেলার বার্থী গ্রামের মৃত কালাই সরদারের ছেলে করিম সরদারের বাড়িতে এক ভ্যান চালক তার স্ত্রী (২১)কে নিয়ে ভাড়া থাকতেন। সোমবার সকালে করিমের স্ত্রীসহ বাড়ির অন্য ভাড়াটিয়ারা মাইক্রোবাস যোগে গুঠিয়া মসজিদ দেখতে যায়। ভ্যান চালক স্ত্রীকে বাসায় রেখে জীবিকার জন্য ভ্যান চালাতে বের হন। এ সুযোগে করিম সরদার দুপুর ১২টার দিকে ভাড়াটিয়া গৃহবধুর বাসায় ঢুকে অর্থের প্রলোভন দেখিয়ে গৃহবধুকে ধর্ষণেল চেষ্টা করে। এত ব্যর্থ হয়ে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। এ সময় গৃহবধু ডাকচিৎকার দিলে করিম পালিয়ে যায়। ভ্যান চালক স্বামী দুপুর ২টার দিকে ভাড়াটিয়া বাসায় ফিরে আসলে গৃহবধূ বিষয়টি তাকে অবহিত করেন। পরবর্তিতে নির্যাতিতা গৃহবধু বাদি হয়ে করিম সরদার (৪০)কে অভিযুক্ত করে মঙ্গলবার গভীর রাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে।
অভিযোগ সম্পর্কে জানতে অভিযুক্ত করিম সরদারের সঙ্গে যোগাযোগ করে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তার স্ত্রী রেনু বেগম এ প্রসঙ্গে বলেন, বাদির স্বামীকে আমার স্বামী করিম ৪০ হাজার টাকা ধার দেন। ওই পাওনা টাকা চাওয়ায় সম্প্রতি সময়ে উভয়ের মধ্যে একাধিকবার বাকবিতন্ডার ঘটনা ঘটে। এর জের ধরে করিমকে হয়রানী করতে মিথ্যা মামলা দায়ের করে থাকতে পারে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, ধর্ষনের চেষ্টার অভিযোগের সত্যতা রয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে ।