গৌরনদী
গৌরনদীতে শিক্ষককে বিদায়ী সংবর্ধনা ও বরন অনুষ্টান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার নিলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার বিকেলে শিক্ষক বিএম ইউনুস আলী কে বিদায়ী সংবর্ধনা ও সদ্য যোদগানকারী প্রধান শিক্ষক নুর নাহারকে বরন অনুষ্টান অনুষ্ঠিত হয়।
নিলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হলরুমে স্কুলের পরিচালনা কমিটির সভাপতি রুপা দেওয়ানের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি সেলিম আহম্মেদ, সাধারন সম্পাদক কুতুব উদ্দিন, উত্তর রাসিদ্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন হাওলাদার, রাসিদ্ধি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ চন্দ্র দাস, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম মিয়া, সেনোয়ারা খানম, সমসিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএম ইউনুস আলী, নিলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সদ্য যোদগানকারী প্রধান শিক্ষক নুর নাহার। উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারন সম্পাদক সুদাম পালের সঞ্চলনায় বক্তব্য রাখেন স্কুলের পরিচালনা কমিটির সদস্য রওশনারা মুক্তা, সহকারী শিক্ষক জিএম শফিকুল ইসলাম, এইচএম জাকির হোসেন, শিউলী খানম, সুব্রত পাল, দীলিপ রুদ্র, মরিয়ম আক্তার প্রমুখ। শেষে শিক্ষক বিএম ইউনুস আলীকে পদোন্নতি জনিত কারণে বিদায়ী সংবর্ধনা ও সদ্য যোদগানকারী প্রধান শিক্ষক নুর নাহারকে ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়।