গৌরনদী
গৌরনদীতে দুই দিন ব্যাপী বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্প উদ্ধোধন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ সমাজকল্যাণ মন্ত্রনালয়ের অর্থায়নে বরিশাল প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে মঙ্গলবার থেকে দুই দিন ব্যাপী বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ডিগ্রী কলেজে প্রতিবন্ধী ব্যক্তি ও স্ট্রোক, বাত ব্যাথা, প্যারালাইসিস, হাঁটু ব্যাথা, কোমড় ব্যাথা রোগীদের বিনামূল্যে বিভিন্ন প্রকার থেরাপি সেবাসহ চিকিৎসা প্রদান করা হচ্ছে।
বরিশাল প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মোঃ ফিরোজ আলম জানান, এ চিকিৎসা ক্যাম্পে সকাল ৯টা থেকে বিেেকল ৫টা পর্যন্ত বিনামূল্যে প্রতিবন্ধী ব্যক্তি ও স্ট্রোক, বাত ব্যাথা, প্যারালাইসিস, হাঁটু ব্যাথা, কোমড় ব্যাথা, ঘাড় ব্যাথা, সেরিব্রাল পলসি (সিপি)সহ বিভিন্ন রোগীদের বিনামূল্যে বিভিন্ন প্রকার থেরাপি সেবাসহ চিকিৎসা প্রদান করা হচ্ছে। এ ছাড়া বিনামূল্যে কানের পরীক্ষা করা হয়। প্রতিবন্ধি, অটিজম রোগীদের সহায়ক উপকরণ বিতরণ করা হবে। গতকাল মঙ্গলবার দুই শাতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।