গৌরনদী
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে গৌরনদীতে সাম্ভাব্য প্রার্থী বিএনপি নেতাদের গনসংযোগ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ আগামি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী দুই কেন্দ্রীয় নেতা এলাকায় গনসংযোগ করেছে। উভয়ে স্ব স্ব এলাকায় ঈদের জামাতে নামাজ আদায় করে গত তিন দিন এলাকায় ঘুরে নেতাকর্মিদের সংগে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করার অন্দোলনে সকলকে শরিক হওয়ার আহবান জানান।
বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান নিজ বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাশাইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন। নামাজ শেষে ময়দানে আগত মুসল্লীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ ছাড়া বুধ ও বৃহস্পতিবার আগৈলঝাড়ার রাজিহার, চৌদ্দমেদা, বাশাইল, রাংতাসহ বিভিন্ন এলাকায় ঘুরে গনসংযোগ করেন এবং নেতাকর্মিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করে। ইঞ্জিনিয়ার সোবাহান বলেন, শ্বৈরাচারী বাকশাল সরকারের জুলুম নির্যাতনের শিকার নেতাকর্মিদের বাড়ি বাড়ি গিয়ে শান্তনা দিয়েছি। ঈদের পরে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানে সরকারকে বাধ্য করতে আন্দোলনে সক্রিয় অংশ নিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তিনি নেতাকর্মিসহ সকলকে আহবান জানিয়েছেন।
জাতীয়তাবাদি আইনজীবি ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আইনজীবি গাজী কামরুল ইসলাম বরিশালের গৌরনদীর বাঙ্গিলা ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করে ময়দানে আগত মুসল্লীদের সঙ্গে শুভেচ্ছা বিনি ময় করেন। পরে তিনি গৌরনদীর চাঁদশী. উত্তর চাঁদশী, রামসিদ্ধি বাঙ্গিলা ও ধুরিয়াইল ঐলাকায় গনসংযোগ করেন। এ ছাড়া বৃহস্পতিবার রাতে নিজ বাসভবনে নেতাকর্মিদের নিয়ে এক কর্মি সভায় মিলিত হন। গাজী কামরুল ইসলঅম বলেন, নব্য স্বৈরাচারী শেখ হাসিনার সরকার ক্ষমতার থাকার কোন অধিকার নেই। ভোট বিহীন এই সরকার হত্যা, গুম, নির্যাতনে মাধ্যমে দেশের মানুষকে বিশিয়ে তুলেছেন। দেশের মানুষকে রক্ষায় শেখ হাসিনার সরদারকে উৎখাতের কোন বিকল্প নেই। আগামি দিনে গনতন্ত্র রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার জন্য নেতাকর্মিসহ সকলে প্রতি আহবান জানান।