গৌরনদী
গৌরনদীতে কেরাম খেলা নিয়ে সংঘর্ষে আহত-৪
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ কেরাম খেলাকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম বার্থী এলাকায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৪ জন আহত হয়েছে। মাথায় গুরুতর জখম অবস্থায় দোকানদার আবুল হাসানাত হাওলাদার (২৪), তার বাবা বিএনপির কর্মী আঃ জব্বার হাওলাদার (৬৫)কে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার পশ্চিম বার্থী এলাকায় আবুল হাসানাত হাওলাদারের মুদি দোকানের বারান্দায় সোমবার রাতে কয়েকজন যুবক কেরাম খেলছিল। রাত ১১টার দিকে কেরাম খেলা নিয়ে ছালাম সরদার ও সাদ্দাম হাওলাদারের মধ্যে বাকবিতন্ডা বাঁধে। তখন ছালামের চাচাতো ভাই জাকির সরদার ছালামের পক্ষ নেয়ায় দোকানদার হাসানাতের সাথে জাকিরের ঝগড়াঝাটির হয়। তাৎক্ষনিক এ নিয়ে জাকির ও হাসানাতের পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, হামলা-পাল্টাহামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। হামলা ও সংঘর্ষে বিএনপির কর্মী আঃ জব্বার হাওলাদার (৬৫), দোকানদার আবুল হাসানাত হাওলাদার (২৪), তার সহোদর ভাই আলমিন হাওলাদার (২৬)সহ উভয় পক্ষেল ৪ জন আহত হয়েছে। এসময় দোকান ভাংচুরের ঘটনা ঘটে। মাথায় গুরুতর জখম অবস্থায় দোকানদার আবুল হাসানাত হাওলাদার, তার বাবা আঃ জব্বার হাওলাদারকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আফজাল হোসেন জানান, উভয় পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।