গৌরনদী
আগৈলঝাড়ায় বাল্য বিয়ে বন্ধে র্যালী, আলোচনাসভা ও নাটক মঞ্চস্থ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া উপজেলা জাতীয় কণ্যাশিশু এ্যাডভোকেসি ফোরামের উদ্যোগে জেÐারভিত্তিক সহিংসতা প্রতিরোধ বাল্য বিয়ে বন্ধ ও অধিকার সু-রক্ষা বিষয়ে গনসচেতনা সৃষ্টির লক্ষে রোববার দিনব্যাপি বর্নাঢ্য র্যালী, ভ্যান র্যালী, প্রচারভিযান, আলোচনা সভা ও গননাটকসহ দিনব্যাপি অনুষ্ঠানের আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাকাল গোবিন্দ মন্দির চত্বরে শেষ হয়।
সকাল ১টায় আগৈলঝাড়া উপজেলা জাতীয় কণ্যাশিশু এ্যাডভোকেসি ফোরামের সভাপতি মহাদেব বসুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইসচেয়ারম্যান মলিনা রানী রায়। বিশেষ অতিথি ছিলেন আগৈলঝাড়া মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রানী সেন, গৌরনদী উপজেলা জাতীয় কণ্যাশিশু এ্যাডভোকেসি ফোরামের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি খায়রুল ইসলাম, আগৈলঝাড়া রিপোটার্স ইউনিটির সভাপতি সাইফুল মৃধা, বাকাল ইউপি সদস্য শান্তনা বেগম, রমিজ চন্দ্র রায়, নারীনেত্রী শোভা রানী কর, হ্যাঙ্গার প্রকল্পের আগৈলঝাড়া উপজেলা সমন্বয়কারী মো. সাইফুল ইসলাম প্রমূখ। দুপুর সাগে ১২টায় বাকাল ইউনিয়নে বিভিন্ন গ্রামে বাল্য বিয়ে বন্ধে বাড়িতে বাড়িতে প্রচারাভিযান ও লিফলেট বিতরন করা হয়। বিকেল তিনটায় গোবিন্দ মন্দির চত্বরে বাল্য বিয়ে প্রতিরোধে মঞ্চস্থ হয় গননাটক “বাল্য বিয়ে” নাটকটি রচনা ও প্রযোজনায় ছিলেন মহাদেব বসু।