গৌরনদী
গৌরনদীর মাদক ব্যবসায়ী পিতা-পুত্রের তিন বছরের সশ্রম কারাদÐ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশের তালিকাভূক্ত মাদক ব্যাবসায়ী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের মাহিলাড়া গ্রামের পিতা-পুত্রের বিরুদ্ধে বরিশাল র্যাবের দায়ের করা মাদক মামলায় তিন বছর করে সশ্রম কারাদÐ ও পাঁচ হাজার টাকা করে জড়িমানা করেছে আদালত। গত বুধবার বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাম্মি আকতার পিতা অব্দুল মান্নান সিকদারের উপস্থিতিতে এ দন্ডাদেশ প্রদান করেন। পুত্র মিলন সিকদার পলাতক রযেছে।
স্থানীয় লোকজন, পুলিশ ও আদালতের দায়িত্বশীল একটি সুত্র জানান, গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের আব্দুল মান্নান সিকদার ও তার পুত্র মিলন সিকদার দীর্ঘদিন যাবত এলাকায় গাঁজা ফেনসিডিলসহ মাদক ব্যবসায় করে আসছিল। পিতা আব্দুল মান্নান ও পুত্র মিলন সিকদারের বিরুদ্ধে গৌরনদী থানায় কয়েকটি মামদ মামলা রয়েছে। গৌরনদী মডেল থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২০১২ সালের ২৯ জুলাই গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের আব্দুল মান্নান সিকদারের বাড়িতে অভিযান চালায় বরিশাল র্যাবের একটি টহল দল। এসময় ঘরে তল্লাসী চালিয়ে দুই রুম থেকে মোট ৫ কেজি গাজা উদ্ধারসহ পিতা আব্দুল মান্নান ও পুত্র মিলন সিকদারকে আটক করা হয়। এ ঘটনায় ওই দিনই র্যাবের ডিএডি মিজানুর রহমান বাদি হয়ে পিতা-পুত্রকে আসামি করে মাদক আইনে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন কুমার হালদার ওই বছরের ৩১ আগষ্ট আসামি আব্দুল মান্নান ও মিলন সিকাদারকে অভিযুক্ত করে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশীট দাখিল করেন । মামলার বিচারধীন অবস্থায় আদালত ৭ জনের সাক্ষ্যে গ্রহন করেন। স্বাক্ষ গ্রহন শেষে অভিযুক্ত আসামি মান্নান ও মিলনের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হলে গত বুধবার বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাম্মি আকতার পিতা অব্দুল মান্নান সিকদারের উপস্থিতিতে উভয়কে ৩ বছর করে সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদন্ডে দÐিত করেন। বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার মো. হাফিজুর রহমান রায়ের সত্যতা নিশ্চি করেছেন।