গৌরনদী
উজিরপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের উজিরপুর মডেল থানা পুলিশ উজিরপুর পৌর সদর থেকে শতাধিক ইয়াবাসহ মামুন হাওলাদার (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় উজিরপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়। পুলিশ গ্রেপ্তারকৃত যুবক মামুনকে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।
উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তৌহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর মডেল থানার একদল পুলিশ সোমবার রাতে উজিরপুর পৌর সদরের কালিরবাজার এবিএফ ইটভাটা এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের টের পেয়ে এলাকার শাজাহান হাওলাদারের ছেলে মামুন হাওলাদার(৩৫) পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে তাকে আটক করে দেহ তল্লাসি করে ১০২ পিস ইয়াবাসহ আটক করে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃত যুবক মামুনকে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।