Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৫শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    উচ্চ আদালতে প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি জহিরের জামিন মঞ্জুর

    | ২২:০৪, জুলাই ১০ ২০১৮ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ দৈনিক প্রথম আলোর গৌরনদী (বরিশাল) প্রতিনিধি জহুরুল ইসলাম জহিরেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) আইন ২০১৩ ৫৭(২) ধারায় মামলা দিয়ে হয়রনীর করতে ব্যার্থ হয়ে একই অভিযোগ গৌরনদী মডেল থানায় স্কুল ছাত্রীকে দিয়ে ¬মিথ্যা মামলা দায়ের করান ক্ষমতাসীনদলের প্রভাবশালী এক নেতা। সোমবার সুপীম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে সিনিযর সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের অর্ন্তবর্তিকালীন আগাম জামিন মঞ্জুর করেন আদালতের বিচারক।

    সোমবার সুপ্রিমকোর্টের হাইকোট বিভাগের বিচারপতি ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চের শুনানীন্তে এক আদেশে প্রথম অলোর গৌরনদী প্রতিনিধি জহুরুল ইসলাম জহিরের ৬মাসের অর্ন্তবতিৃতালীন আগাম জামিন মঞ্জুর করেন। মামলাটি পরিচালনা করেন এ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম।

    স্থানীয় লোকজন, সাংবাদিক ও পুলিশ জানান, বরিশালের গৌরনদী উপজেলা কমিটির এক ছাত্রলীগ নেতা ও ইউপি সদস্য কর্তৃক এক স্কুল ছাত্রী ধর্ষন ও পরিবারকে হুমকি দিয়ে আটকে রাখার খবর এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং সর্বত্র আলোচিত হয়। বিষয়টি জানার পরে গৌরনদীতে কর্মরত স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক্স, অনলাইন ও প্রিন্ট পত্রিকার সাংবাদিকরা ঘটনার সত্যতা যাচাই করতে ওই বাড়িতে যান।

    প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি জহুরুল ইসলাম জহির বিষয়টির স্যতা জানাতে গত ২৯ জুন সকালে তিনি ও গৌরনদী রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক বেলাল হোসেন ওই বাড়িতে যান। সেখানে স্কুল ছাত্রীর বাবা ও মায়ের কাছে এ বিষয়ে জানতে চান। স্কুল ছাত্রীর বাবা ও মা পরিস্কার ভাষায় জানান এ ধরনের ঘটনার কোন সত্যতা নেই। এ কথা শুনে তিনি ফিরে আসেন এবং তিনি কোন সংবাদ প্রকাশ করেননি। পরের দিন ছাত্রলীগ নেতার কতিপয় প্রতিপক্ষ লোকজন বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে এবং কিছু জাতীয় দৈনিক ও বরিশাল থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়।

    গত ২৯ জুন স্কুল ছাত্রী বাদি হয়ে গৌরনদী মডেল থানায় প্রথম আলোর সাংবাদিক জহিরের নাম উলে¬œখ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) আইন ২০১৩ ৫৭(২) ধারায় একটি মিথ্যা মামলা দায়ের করলে পুলিশ মামলাটি সাধারন ডায়রীভ‚ক্ত করে পুলিশ সদর দপ্তরের অনুমতি চেয়ে পুলিশ হেডকোয়াটারে পাঠান। জহিরের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওযায় পুলিশ সদর দপ্তর মামলার অনুমতি না দিলে আ,লীগ নেতার মিশন ব্যার্থ হয়। পরবর্তিতে বুধবার রাত ১টায় হুবহু একই অভিযোগ দিয়ে হয়রানীর উদ্দেশ্যে জহুরুল ইসলাম জহিরসহ সাত সাংবাদিককে আসামি করে স্কুল ছাত্রী গৌরনদী মডেল থানায় একটি শ্ল¬ীলতাহানির মামলা করেন। সাংবাদিক জহির বলেন, সত্যকে মিথ্যা দিয়ে যেমনি আড়াল করা যায় না, তেমনি মিথ্যা অভিযোগ দিয়ে সাহসী কলম সৈনিককে পরাস্ত করা যায় না ।

    Post Views: ৯৯২

    Share this:

    • Facebook
    • Twitter

    সংশ্লিষ্ট খবর

    • মিজানুর রহমান খান স্মরনে বরিশালের ৫ উপজেলার সাংবাদিকদের স্মরন সভা ও দোয়া মোনাজাত
    • গৌরনদীতে ঝুলন্ত লাশ উদ্ধার
    • বরিশালে তিন দিন ব্যাপি সাংবাদিক প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান
    • গৌরনদীতে প্রধান মন্ত্রীর নির্দেশে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
    • গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আর নেই
    • উজিরপুর মডেল থানায় সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার-৪
    • গৌরনদীতে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
    Top