গৌরনদী
গৌরনদীতে তামাক মুক্ত দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ “তামাক করে হৃদপিন্ডের ক্ষয়, স্বাস্থ্যকে ভালবাসি, তামাককে নয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে জাতীয় তামাক মুক্ত দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেসরকারী উন্নয়ন সংস্থা টিপিডিও, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ও বাংলাদেশ তামাক বিরোধী জোটের যৌথ উদ্যোগে উপজেলার টরকীবন্দর সদর রোডে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে টিপিডিও’র প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংস্থার উপদেষ্টা ও গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর কাজী তৌফিক ইকবাল স্বজল। বক্তব্য রাখেন সাংবাদিক মোল্লা ফারুক হাসান, এস.এম মিজান, ডাক্তার মনোতোষ সরকার, পরিমল বারিক, ব্যবসায়ী সোহেল সিকদার, সুজন শরিফ, নাজমূল হাসান জিয়া, হালিম শরীফ, সুবির হালদার, ক্ষুদে ক্রিকেটার মোঃ মিরাজুল ইসলাম পিয়াল প্রমুখ।