গৌরনদী
গৌরনদীতে বিএনপি নেতার উদ্যোগে ইফতার মাহফিল
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক ও বরিশাল সদর উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আবুল হোসেন মিয়ার মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল ইফতার মাহফিল, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বিএনপি নেতা আলহাজ্ব আবুল হোসেন মিয়ার গ্রামের বাড়ি পৌরসভার সুন্দরদী মহল্লায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আফজাল হোসেন সিকদার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান মিন্টু, বরিশাল সদর উত্তর জেলা বিএনপির তথ্য ও মানবাধিকার সম্পাদক কাজী সরোয়ার, ইতালীর বিশিষ্ট ব্যবসায়ী মিয়া রাশেদ আহম্মেদ, খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আকন সিদ্দিকুর রহমান, নলচিড়া ইউনিয়নের সভাপতি জামাল ফকির, বাটাজোর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হুমায়ুন কবির রিপন, চাঁদশী ইউনিয়ন সভাপতি আলী আকবর মোল্লা, মাহিলাড়া ইউনিয়ন সভাপতি শাহজাহান সিকদার, সুন্দরদী গাউছিয়া আবেদ্দীয়া সূন্নীয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্টাতা সভাপতি আলহাজ্ব মামুন সিকদার ওরফে লতিফ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম আলহাজ্ব আঃ রব, টরকী বন্দর আদর্শ জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব মামুন সিকদার, টরকী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী স্বপন সরদার, আলহাজ্ব মোতালেব হাওলাদার, শিপন হাওলাদার, কাজী নজরুল ইসলাম, বদিউজ্জামান চঞ্চল, যুবদল নেতা এমএ গফুর, মাসুদ হোসেন হাওলাদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শেষে বিএনপির নেতার মরহুম পিতা-মাতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সুন্দরী বাইতুল নুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ইমদাদ হোসেন।