গৌরনদী
গৌরনদীতে স্বদেশ প্রত্যাবর্তন দিবসে র্যালী ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ জাতির পিতার কন্যা, আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার ৩৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বাসস্ট্যান্ডস্থ ছাত্রলীগের দলীয় কার্যালয় থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। শেষে আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য রাজু আহম্মেদ হারুন, সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, সাংগঠনিক সম্পাদক ছালাম সেরনিয়াবাত, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিছুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবারুল ইসলাম সান্টু প্রমুখ।