গৌরনদী
উজিরপুরে প্রবাসীর বাড়িতে দূধর্ষ ডাকাতি, দশ লক্ষ টাকার মাল লুট
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামে সৌদী প্রবাসীর বাড়িতে গত শনিবার রাত দুইটার দিকে দূধর্ষ ডাকাতি সংগঠিত হয় । ডাকাত অস্ত্রের মুখে জিম্মি করে নগত টাকা ও স্বর্নালংকারসহ দশ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
পুলিশ জানান, উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামে সৌদী প্রবাসী মোঃ মোবারক শরীফের বাড়িতে গত শনিবার রাত দুইটার দিকে অজ্ঞাতনামা ১০/১২ জনের একদল ডাকাত জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে প্রবাসীর স্ত্রী শিমুল আক্তারকে ও তার শিশুকে অস্ত্রের মুখে জিম্মি করে বেধে ফেলে। পরবর্তিতে ভয়ভীতি দেখিয়ে আলমিরার চাবি নিয়ে ডাকাতরা লুটপাট চালায়। প্রবাসীর স্ত্রী শিমুল আক্তার ডাকাতরা নগত এক লক্ষ বিশ হাজার টাকা, ১৫ ভড়ি স্বর্নালংকার ও মূল্যবান মালামালসহ প্রায় দশ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল ঘটনার সত্যতা স্বীকার করেন।