গৌরনদী
উজিরপুর সন্ধ্যা নদী থেকে ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীর শিকারপুর এলাকা থেকে শিকারপুর বন্দরের ব্যবসায়ী মো. হুমায়ুন কবির(৩২)র ভাসমান লাশ বুধবার উদ্ধার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ। লাশের নাক মুখ রক্তাক্ত ও জিহŸা বের হওয়া ছিল। পুলিশ ও পরিবারের ধারনা হুমায়ুনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রত্যক্ষদর্শী, পরিবারের সদস্য ও পুলিশ জানান, উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মুÐপাশা গ্রামের মৃত আবুল কাসেম মুন্সীর ছোট পুত্র মো. হুমায়ুন কবির ও তার বড় ভাই শিকারপুর বন্দরের ব্যবসায়ী সমিতির সভাপতি মো. হেমায়েত মুন্সী যৌথভাবে শিকারপুর বন্দরের চাউলের আড়ৎ, মক্কা ব্রিকস ফিল্ডসহ সকল ব্যবসা পরিচালনা করে আসছিল। হুমায়ুন কবির অবিবাহিত। হুমায়ুন কবিরের খালা করিমন বেগম(৬০) জানান, গতকাল বুধবার সকাল ৯টায় শিকারপুর শের ই বাংলা কলেজের সামনে হুমায়ুনের সঙ্গে তার দেখা হয় এবং কুশল বিনিময় হয়। তখনও হুমায়ুন স্বাভাবিক ছিল পরবর্তিতে কয়েক ঘন্টার মধ্যে কিভাবে এ ঘটনা ঘটল। কারা ই বা তাকে হত্যা করে নদীতে লাশ ভাসিয়ে দিল। ওই গ্রামের আঃ জলিল (৬০) জানান, সকাল ১১টার দিকে হুমায়ুন কবিরকে তিনি নদীর তীরে দাড়িয়ে মুঠোফোনে কথা বলতে দেখেছেন।
স্থানীয়রা জানান, গতকাল বুধবার দুপুর ১টার দিকে সন্ধ্যা নদীর তীরে শিকারপুর বন্দরের উত্তর পাশে পেশকার বাড়ির সামনে নদীতে একদল শিশু দূরান্তপনা ও ডুবাডুবি করছিল। হঠাৎ তারা নদীতে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে ভয়ে ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। তাদের বিষয়টি জানালে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্তলে পৌছে দুপুর দেড়টার দিকে ভাসমান লাশটি উদ্ধার করে। স্থানীয় সহিদুল ইসলাম(৩০) ও কামাল হোসেন(৩২) জানান, পুলিশ লাশ উদ্ধার করে তীরে উঠানো মাত্র তারা ব্যবসায়ী হুমায়ুন কবিরের লাশ সনাক্ত করে স্বজনদের খবর দেন।
স্থানীয় একাধিক সূত্র জানান, গত ৪/৫ মাস যাবত বড় ভাই মো. হেমায়েত মুন্সীর সঙ্গে হুমায়ুনের ব্যবসায়িক ও জমাজমি নিয়ে বিরোধ চলছিল । বিরোধের পর থেকে হুমায়ুন আলাদা বাসায় থাকেন। নিহতের বড় ভাই ও শিকারপুর বন্দরের ব্যবসায়ী সমিতির সভাপতি মো. হেমায়েত মুন্সী বলেন, ছোট ভাই হুমায়ুন কবিরের সঙ্গে আমার খুবই সু-সম্পর্ক ছিল। ছোট বেলা থেকে ওকে আমিই ওকে আদর যতœ করে বড় করেছি। তার কোন শত্রæ ছিল না। আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল বলেন, পুলিশ লাশ উদ্ধার করে সুরাতহাল তৈরী করেছে এবং ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠিয়েছে। লাশের পরনে শুধু আÐার পেণ্ট ছিল এবং নাক, মুখ ও চোখ দিয়ে রক্ত বের হচ্ছিল, গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে ব্যবসায়ী হুমায়ুন কবিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।