গৌরনদী
গৌরনদীতে ভ্রামান্যমান আদালত দুই জুয়ারিকে বিভিন্ন মেয়াদে সাজা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় বুধবার রাতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জামসহ দুই জুয়ারিকে আটক করে। এ সময় জুয়ারি আলী কদর কে (৪৭) এক মাসের ও মজিবর রহমানকে (২৬) এক দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। জুয়ারি আলী কদরের বাড়ি ঝিনাইদহ জেলার মহেষখালি উপজেলার গুরধা গ্রামে। সে ওই গ্রামের জয়নাল মন্ডলের পুত্র।
উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ নিয়ে বুধবার রাত সাড়ে ৯টার দিকে বাটাজোর বাজার সংলগ্ন হরহর গ্রামে জুয়ার আসরে হানা দেয়। এ সময় তার উপস্থিতির টের পেয়ে অন্যান্য জুয়ারিরা পালিয়ে গেলেও জুয়ার সরঞ্জামসহ আলী কদর ও মজিবর রহমানকে আটক করে তাদের কারাদন্ড প্রদান করেন। পরবর্তীতে জুয়ার সরঞ্জাম জ্বালিয়ে দেয়।