গৌরনদী
গৌরনদীতে মিড দ্যা মিল ও শ্রেণীকক্ষের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সারা দিয়ে দেশের ন্যায় বরিশাল জেলার গৌরনদী উপজেলায় গতকাল রবিবার মিড দ্যা মিল ও শ্রেণীকক্ষের উদ্বোধন করা হয়।
বার্থী ইউনিয়নের ধুরিয়াইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিশু শিক্ষার্থীদের মধ্যে টিফিন বিতরণ ও শ্রেণীকক্ষ উদ্বোধন করেন গৌরনদী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফয়সল জামিল। এ উপলক্ষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ দুলাল শিকদারেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ বদিউজ্জামান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষিক সমিতির গৌরনদী উপজেলা সভাপতি সেলিম আহম্মেদ, সাধারণ সম্পাদক মোঃ কুতুবউদ্দিন, রামসিদ্ধি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ সোনিয়া হোসাইন, কাঁঠালতলী সরকার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইতি রানী দাশ, উত্তর রামসিদ্ধি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মতিন হাওলাদার, ধানডোবা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছালেহা বেগম। বক্তব্র রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিক হোসনে আরা বেগম, সহকারী শিক্ষক জাকির হোসেন, প্রদীপ কুমার দাশ, মোঃ শামীম, দৈনিক সাহসী বার্তা গৌরনদী প্রতিনিধি আরিফিন রিয়াদ, দৈনিক বাংলাদেশ আমার ষ্টাফ রিপোর্টার এম,আর মহসিন, মোঃ রুহুল আমিন প্রমূখ।