বরিশাল
পাঠদান বন্ধ থাকায় আগৈলঝাড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ, তালা ঝুলিয়ে দিয়েছে স্কুলে
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ শিক্ষক সংকটে পাঠদান বন্ধ থাকায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিল করে বিদ্যালয়ের শ্রেনি কক্ষে ও অফিস রুমে তালা ঝুলিয়ে দিয়েছে। তাদের দাবি অনতিবিলম্বে শিক্ষক সংকট দুর করে পাঠদান চালু করা হোক।
বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ৫টি সহকারী শিক্ষক পদ দীর্ঘদিন যাবত শুন্য রয়েছে। শিক্ষার্থী আবিদা সুলতানা, আফরোজা আক্তার, উর্মিলা বাড়ৈ, সঞ্জয় কুমারসহ অনেকেই জানান, প্রায় দেড় বছর যাবত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সমাজ বিজ্ঞান, ইংরেজী, ব্যাবসায়ী শিক্ষা, বাংলা ও ইসলাম শিক্ষা বিষয়ে বিদ্যালয়ে শিক্ষক নেই।
কয়েকজন শিক্ষক জানান, শিক্ষক নিয়োগের জন্য বার বার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হলেও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির দ্বন্ধে তা বন্ধ হয়ে যায়। তারা বলেন, দীর্ঘ দিন শিক্ষক না থাকায় নিয়মিতভাবে পাঠদান হচ্ছে না। এতে আমাদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাঘাত হচ্ছে। আমরা বিভিন্ন সময় বিষয়টি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ কমিটির সদস্যদের বোঝালেও তারা কোন প্রতিকার করছেন না। নাম প্রকাশ না করার শর্তে ম্যানেজিং কমিটির একাধিক সদস্য জানান, নিয়োগ প্রক্রিয়ায় দূর্নীতির কারনে বার বার নিয়োগ পরীক্ষা নেওয়া সত্বেও শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না।
স্থানীয় লোকজন ও বিক্ষুব্ধরা জানান, শিক্ষক সংকট দুর করার দাবিতে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে বিদ্যালয়ের প্রধান ফটকে, বিভিন্ন শ্রেনি কক্ষে ও লাইব্রেরীতে তালা ঝুলিয়ে দেন। মিছিলটি একাধিকবার ক্যাম্পাস প্রদক্ষিন করে লাইব্রেরীর সামনে শিক্ষার্থী মো. হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী মো. সাগর আহম্মেদ, মো, জানে আলম প্রমূখ । বক্তারা অনতিবিলম্বে শিক্ষক নিয়োগ করে তাদের নিয়মিত পাঠদানের দাবি জানান। এ প্রসঙ্গে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুলিন মল্লিকের কাছে জানতে চাইলে তিনি বিক্ষোভ মিছিল ও তালা দেয়ার কথা স্বীকার করে বলেন, পরিস্তিতি এখনও আমাদের নিয়ন্ত্রনে রয়েছে।