গৌরনদী
গৌরনদীতে জর্ডান প্রবাসী যুবতিকে আটকে রেখে ধর্ষণ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলার পূর্বডুমুরিয়া গ্রামের জর্ডান প্রবাসী যুবতিকে (১৯)কে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে আটকে রেখে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার ধর্ষিতা বাদি হয়ে তিনজনকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছে।
নির্যাতিতা যুবতি জানান, গত নয় মাস পূর্বে গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ননের গাইনের পাড় গ্রামের মো. বাবুল ফকিরের পুত্র মো. শাহাদাত হোসেন ফকির (৩০)র সংঙ্গে মুঠোফোনের মাধ্যমে পরিচয় হয় । কিছুদিন যেতে না যেতে কথাবার্তার মধ্যে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে গত জুন মাসে সে (যুবতি) চাকুরির সুবাদে জর্ডান চলে যান। প্রেমিক শাহাদাত হোসেন ফকিরের অনুরোধে গত জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে চাকুরি ছেড়ে দেশে ফিরে আসেন। হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর পৌছলে শাহাদাত হোসেন ফকির তাকে গ্রহন করেন। পরে বিয়ের কথা বলে ঢাকার অজ্ঞাতস্থানে একটি বাসায় তাকে আটকে রেখে দিনের পর দিন ধর্ষণ করে। এ সময় সে শাহাদাতকে বিয়ের জন্য চাপ দিলে শাহাদাত কোর্ট ম্যারিজের কথা বলে তাকে গ্রামের বাড়িতে নিয়ে আসেন এবং বিয়ে সম্পন্ন করতে বিভিন্ন তালবাহানা করেন। বিয়ে না করে পরবর্তীতে বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে। ধর্ষিতা যুবতি অভিযোগ করে বলেন, বিয়ের জন্য শাহাদাতকে চাপ দিলে সে আমাকে প্রায়ই শারীরিক নির্যাতন করত। এক পর্যায়ে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে আমি কৌশলে তার বাড়ি থেকে পালিয়ে বাবার বাড়ি গৌরনদীর পূর্বডুমুরিয়া গ্রামে চলে আসি। গ্রাম্য গন্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চেয়ে ঘুরলেও কারো কাছেই বিচার পাইনি।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আফজাল হোসেন এ প্রসঙ্গে বলেন, ‘এ ঘটনায় নির্যাতিতা বাদি হয়ে শাহাদাত হোসেন ফকির তার পিতা বাবুল ফকির ও মা পেয়ারা বেগমকে আসামি কে গৌরনদী মডেল থানায় একটি ধষৃন মামলা দায়ের করেছে। অভিযুক্তদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।’