গৌরনদী
যথাযোগ্য মর্যদায় গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ যথাযোগ্য মর্যদায় নানান কর্মসুচির মধ্য দিয়ে বরিশালের গৌরনদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৮ উদ্যাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াচ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এর আগে শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়। গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে সকাল ৮ঘটিকায় সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পূর্ণমন্ত্রী পদ মর্যাদার পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহŸায়ক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্ল¬াহ(এমপি)। বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র মো. হারিছুর রহমান, জেলা পরিষদের সদস্য এইচ.এম রাজু আহম্মেদ হারুন, উপজেলা আ’লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন। উপস্থিত ছিলেন পৌর আ’লীগের সভাপতি মনির হোসেন মিয়া, সাধারন সম্পাদক কবির হোসেন খান, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ফরহাদ হোসেন, এ্যাড. সাহিদা আক্তার।